ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

শাহরুখের যে গোপন কথা ‘ফাঁস’ করলেন বিদ্যা বালান

২০২৩ আগস্ট ২৭ ১০:২৫:৩০
শাহরুখের যে গোপন কথা ‘ফাঁস’ করলেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : শাহরুখ খান বলিউডের কিং। অভিনয়ের তিন দশক পেরিয়ে গেলেও এখনো সমান জনপ্রিয়তায় এগিয়ে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গড়েছেন একের পর এক রেকর্ড, ঝুলিতে পুরেছেন একাধিক পুরস্কার। তবে সবগুলো পুরস্কার কি যোগ্যতায় পাওয়া, নাকি টাকায় কেনা? এমনটাই প্রশ্ন তুলেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

পুরস্কারের কেনাবেচার ঐতিহ্য বলিউডে নতুন নয়। তারকারা নিজেরাই ইন্ডাস্ট্রির এই ওপেন সিক্রেট জানেন। তাই সম্প্রতি পুরস্কারের মানদণ্ডও কয়েকবার প্রশ্নবিদ্ধ হয়েছে। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বিদ্যা শাহরুখকে এই পুরস্কারের ক্রয়-বিক্রয় সম্পর্কে প্রশ্ন করেন।

ঘটনাচক্রে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ। শাহরুখকে বিদ্যা প্রশ্ন করেন, নিজের ক্যারিয়ারে এখনো পর্যন্ত কতগুলো পুরস্কার পেয়েছেন তিনি? শাহরুখ সেই প্রশ্নের উত্তর দিলে বিদ্যা পাল্টা প্রশ্ন করেন, ওই সব পুরস্কারের মধ্যে কতগুলো তিনি নিজের খরচে কিনেছেন? বিদ্যার এই বাঁকা প্রশ্নের জবাব দিতেও পিছপা হননি শাহরুখ। তবে বিদ্যার প্রশ্নে মেজাজও হারাননি তিনি। বরং বেশ মশকরার ছলেই একে অপরের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছেন তারা। ২০১৩ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরই এই কথোপকথন সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমের পাতায়।

ঘটনাচক্রে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন খোদ শাহরুখ খান নিজেই। বিদ্যা শাহরুখকে প্রশ্ন করেছিল তার ক্যারিয়ারে এখন পর্যন্ত কয়টি পুরস্কার পেয়েছেন? শাহরুখ যখন সেই প্রশ্নের উত্তর দেন, তখন বিদ্যা পাল্টা প্রশ্ন করেন, ওই পুরস্কারের কয়টি তিনি নিজের খরচে কিনেছেন? তবে বিদ্যার এই কুটিল প্রশ্নের উত্তর দিতে দ্বিধা করেননি শাহরুখ। বিদ্যার প্রশ্নে মেজাজ হারাননি তিনি। বরং ঠাট্টার ছলে একে অপরের সঙ্গে এ নিয়ে কথা বলত। ২০১৩ সালে একটি পুরস্কার অনুষ্ঠানের এই কথোপকথন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শেয়ারনিউজ, ২৭ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে