ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপিকে নিয়ে সাঈদ খোকনের ‘ভবিষ্যৎ বাণী’

২০২৩ আগস্ট ২৭ ০০:১০:০৯
বিএনপিকে নিয়ে সাঈদ খোকনের ‘ভবিষ্যৎ বাণী’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনআগামী দিনে বিএনপি কী করবে, তা নিয়ে ‘ভবিষ্যৎ বাণী’ দিয়েছেন।

আজ শনিবার (২৬ আগস্ট) পুরান ঢাকার চকবাজারে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাঈদ খোকন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

ঢাকা সিটির সাবেক এই মেয়র বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কালো পতাকা নিয়ে মিছিল করছে। কয়েক দিন পর তারা সাদা পতাকা নিয়ে মিছিল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তারা আত্মসমর্পণ করবে।’

সাঈদ খোকন আরও বলেন, ‘কালো পতাকা হচ্ছে শোকের প্রতীক। বিএনপি সম্ভবত আন্দোলনে ব্যর্থ হয়ে কালো পতাকা নিয়ে মিছিল করেছে। আর সাদা পতাকা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক। কয়েক দিন পরে তারা সাদা পতাকা নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নিকট আত্মসমর্পণের জন্য যাবেন। আমার ধারণা, শেখ হাসিনা তাদের গ্রহণ করবেন এবং সুস্থ ধারায় রাজনীতি করার সুযোগ দেবেন।’

তিনি বলেন, ‘দেশের সবাইকে নিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। কারণ দেশে যখন কোনো সমস্যা আসে, তখন কোনো দল, ধর্ম-বর্ণ বিবেচনা করে আসে না। তাই আমরা সকলকে নিয়ে জনগণের জন্য কাজ করতে চাই। জাতীয় সমস্যা সবাইকে নিয়ে মোকাবিলা করতে চাই।’

সাঈদ খোকন বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যাতে এগিয়ে যেতে না পারে, এ দেশের মানুষ যাতে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং যে উদ্দেশ্য নিয়ে এ দেশের মানুষ মুক্তির সংগ্রাম করেছিল, সে উদ্দেশ্য যাতে সফল না হতে পারে—সেজন্য জাতির জনককে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতা হত্যার বিচার করেছেন।’

১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

শেয়ারনিউজ,২৬ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে