ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

চাল চুরি করে বহিষ্কার হলেন আ.লীগ নেতা

২০২৩ আগস্ট ২৪ ১০:৩১:০৮
চাল চুরি করে বহিষ্কার হলেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় অবৈধভাবে মজুদ ১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান ডিপুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (২৩ আগস্ট) বিকালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান বলেন, গত ২০ আগস্ট রাতে লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুরে সুলতান মাহমুদের মালিকানাধীন মীর সেমিঅটো রাইস মিলস গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ ১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত মজুদকারী ডিলার মোখলেছার রহমান ডিপু ও ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপজেলা আওয়ামী লীগে এ ঘটনায় অভিযোগ দেয়। অভিযোগ অনুযায়ী সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মোখলেছার রহমান ডিপুকে পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর অনুরোধ জানানো হয়েছে।

শেয়ারনিউজ, ২৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর