ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

এই সরকারের অধীনে আর জাতীয় নির্বাচন করব না : হিরো আলম

২০২৩ আগস্ট ২২ ১৯:২১:১৬
এই সরকারের অধীনে আর জাতীয় নির্বাচন করব না : হিরো আলম

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতাদের ইশারায় হামলা হয়েছে দাবি করে আলোচিত ক্রিয়েটর হিরো আলম ওরফে আশরাফুল আলম বলেছেন, এই সরকারের অধীনে আর জাতীয় নির্বাচন করব না। প্রশ্নই আসে না।

মঙ্গলবার (২২ আগস্ট) ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হামলার ঘটনায় গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়োগ করেছে। আজ ডিবি কার্যালয়ে তারই প্রমাণ হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন আমার ওপর যে হামলা হয়েছিল, এতে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। যারা হামলা চালিয়েছে সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের সবার জবানবন্দি নেওয়া হয়েছে। এরা গোপালগঞ্জ, বরিশাল ও বনানীর নেতাকর্মী।

উপনির্বাচনের দিন হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। গত ১৭ জুলাই নির্বাচনের দিন দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলা চালায় কিছু লোক। মারতে মারতে তাকে বনানী বি-ব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম।

শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে