ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে না যেসব যানবাহন

২০২৩ আগস্ট ২১ ০৯:৪০:১৪
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে না যেসব যানবাহন
নিজস্ব প্রতিকেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেইট পর্যন্ত অংশ খুলছে আগামী ২ সেপ্টেম্বর। রোববার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

কাদের বলেন, এই সাড়ে ১১ কিলোমিটারের জন্য টোল ধরা হয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মিনি ট্রাক ৮০ টাকা, বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ এবং বড় ট্রাক ৪০০ টাকা।

জানা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার কোনো যানবাহন চলতে পারবে না। একইসঙ্গে মোটরসাইকেলও আপাতত বন্ধ থাকবে।

শেয়ারনিউজ, ২১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে