ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় সরকারি কর্মকর্তাকে অব্যাহতি

২০২৩ আগস্ট ১৮ ১১:৩৬:২২
সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় সরকারি কর্মকর্তাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : সদ্যপ্রয়াত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে।

এবার একই কারণে পাবনার চাটমোহরে সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা।

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরপরই একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে একটি পোস্টে লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দিবেন। আমিন।’

এ ঘটনার পর চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় একাডেমিক সুপারভাইজারকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গোলাম মোস্তফা বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম বলেন, ‘আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের স্ট্যাটাস দেওয়া ঠিক হয়নি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

শেয়ারনিউজ, ১৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে