ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

হৃদয়কে নিয়ে জাফানার আবেগঘন স্ট্যাটাস

২০২৩ আগস্ট ০৯ ১৯:৩৮:২৫
হৃদয়কে নিয়ে জাফানার আবেগঘন স্ট্যাটাস

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয় লঙ্কা প্রিমিয়ার লিগেও ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন। এলপিএলের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে এবারের আসরে ঝলমলে নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। তাই বিদায়বেলায় বাংলাদেশি তরুণ ব্যাটারকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে বর্তমান চ্যাম্পিয়ন জাফানা কিংস।

জাফনা কিংসে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বদলি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ৮ আগস্ট পর্যন্ত লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অনুমতি পান তিনি। গতকাল মঙ্গলবার (০৮ আগস্ট) কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলেন ডানহাতি তরুণ এই ব্যাটার। শেষ ম্যাচে তিন চারের সাহায্যে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। নিজের লঙ্কা প্রিমিয়ার লিগে শেষ বলে চার মেরে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হৃদয়।

শ্রীলঙ্কায় নিজের অভিষেক ম্যাচে ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হৃদয়। ছয় ম্যাচে ৩৮ এর বেশি গড়ে ১৫৫ রান সংগ্রহ করেন বাংলাদেশি ব্যাটার। রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। সমান তিনটি করে জয় ও পরাজয়ের স্বাদ পান জাফানা কিংসের হয়ে খেলা হৃদয়।

তাওহীদ হৃদয়ের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংস। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে লিখেন, ‘তিনি (হৃদয়) এলেন, দেখলেন এবং জয় করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা এই বাংলাদেশি তরুণ সুপারস্টারের দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।’

শেয়ারনিউজ, ০৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে