ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

কেন সাকিবে আস্থা পাপনের?

২০২৩ আগস্ট ১১ ১৭:৫৯:১১
কেন সাকিবে আস্থা পাপনের?

ক্রীড়া প্রতিবেদক : কাছাকাছি চলে এসেছে এশিয়া কাপ ও বিশ্বকাপ। আর এমন সময়ে অধিনায়কশূন্য হয়ে পড়েছে বাংলাদেশ। গত ৩ আগস্ট বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার পর থেকেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের নতুন অধিনায়ক নিয়ে আলোচনা জোরালো হয়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় দুটি টুর্নামেন্টের আগেই অধিনায়ক নির্বাচনের জন্য গত মঙ্গলবার (০৮ আগস্ট) মিরপুরে ক্রিকেট বোর্ডে অধিনায়ক নির্বাচন করার জন্য মিটিং করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিরা। কিন্তু সেদিন তাদের মিটিংয়ে চূড়ান্ত হয়নি নতুন অধিনায়ক।

সেদিন মিটিং শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সম্ভাব্য অধিনায়ক হতে আগ্রহী যারা তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের দাবি দাওয়া শুনে অধিনায়ক চূড়ান্ত করবেন।

শুক্রবার (১১ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে বিসিবি সভাপতি সাংবাদমাধ্যমকে জানান, এশিয়া কাপ এবং বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

এ ব্যাপারে বিসিবি সভাপতি পাপন বলেন, সামনে এখন এশিয়া কাপ, এর পরই বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। তবে আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো— সাকিব না খেললে সহ-অধিনায়ক যে (লিটন কুমার দাস) আছে, সে হবে অধিনায়ক।

এক প্রশ্নের জবাবে পাপন বলেন, সাকিবের সঙ্গে সে রকম আলোচনায় হয়নি। ও দেশে এলে, তারপর বলতে পারব। দীর্ঘমেয়াদে ওর পরিকল্পনাটাও জানতে হবে। কারণ একসঙ্গে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব) তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন।

বিসিবি সভাপতি আরও বলেন, সাকিব এখন দেশের বাইরে, তার ওপর একটা দলের হয়ে খেলছে। ওখানে ওরও কিছু কমিটমেন্ট আছে, ব্যস্ততা আছে। সে জন্য ওকে বেশি ডিস্টার্ব করতে চাইনি। আজকেও আবার ওর খেলা। তবে মোটামুটিভাবে যেটা আমরা ঠিক করেছি, বিশ্বকাপ পর্যন্ত যে খেলা আছে, এই সময়টায় অবশ্যই সাকিব আল হাসান অধিনায়ক। ওর সঙ্গে কথা বলে ঠিক করব যে, এটা কী দীর্ঘমেয়াদি নাকি তিনটাই থাকবে নাকি দুটি থাকবে নাকি একটি, এগুলো ও দেশে এলে কথা বলে ঠিক করব।

শেয়ারনিউজ, ১১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে