ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড বাবদ ৪৪৮ কোটি টাকা ভারতে পাঠাচ্ছে ম্যারিকো 

২০২৬ জানুয়ারি ২৬ ২৩:২৯:৩৮
ডিভিডেন্ড বাবদ ৪৪৮ কোটি টাকা ভারতে পাঠাচ্ছে ম্যারিকো 

নিজস্ব প্রতিবেদক: গত অর্থবছরে মালিকপক্ষকে রেকর্ড পরিমাণ মুনাফা দেওয়ার পর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) ম্যারিকো বাংলাদেশ তাদের ভারতীয় মূল প্রতিষ্ঠানের কাছে ৪৪৮ কোটি টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ভারতে ১ হাজার কোটি টাকার বেশি ডিভিডেন্ড পাঠিয়েছিল, যা ছিল প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী, এই ৯ মাসে তাদের ডিভিডেন্ড প্রদানের অনুপাত দাঁড়িয়েছে ৯৯.৬২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটি তার অর্জিত মুনাফার ১ শতাংশও নিজের কাছে না রেখে প্রায় পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের দিচ্ছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ম্যারিকো বাংলাদেশের নিট মুনাফা হয়েছে ৪৯৭.৯৭ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৫৮ টাকা ৯ পয়সা। অডিট করা ত্রৈমাসিক মুনাফার ওপর ভিত্তি করে কোম্পানিটি ইতোমধ্যে মোট ১৫৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য শেয়ার প্রতি ৪৭৫ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। যেহেতু ম্যারিকো বাংলাদেশের ৯০ শতাংশ শেয়ারের মালিক ভারতীয় ম্যারিকো লিমিটেড, তাই এই বিপুল অংকের ডিভিডেন্ডের সিংহভাগই ভারতে চলে যাবে।

গত ২০২৪-২৫ অর্থবছরে ম্যারিকো বাংলাদেশ সব মিলিয়ে ৩৮৪০ শতাংশ বা শেয়ার প্রতি ৩৮৪ টাকা ডিভিডেন্ড দিয়েছিল। সে সময় মোট ১২০৯ কোটি ৬০ লাখ টাকা ডিভিডেন্ডের মধ্যে ১০৮৮ কোটি ১০ লাখ টাকা ভারতে পাঠানো হয়েছিল। আগের বছরের তুলনায় এবারও কোম্পানিটির রাজস্ব ও মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রয়েছে। ডিসেম্বরে শেষ হওয়া অডিট রিপোর্ট অনুযায়ী, কোম্পানিটির রাজস্ব ২৪ শতাংশ বেড়ে ১৫৪৫ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়িয়েছে এবং নিট মুনাফা বেড়েছে ৮.৫৪ শতাংশ।

কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে যে, রাজস্ব বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমিয়ে আনার ফলে তাদের শেয়ার প্রতি আয় বা ইপিএস বৃদ্ধি পেয়েছে। তবে বিপুল পরিমাণ ডিভিডেন্ড ঘোষণার কারণে ডিসেম্বরে তাদের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য কমে ৯২ টাকা ২২ পয়সায় দাঁড়িয়েছে, যা গত মার্চে ছিল ২৩৯ টাকা ১৩ পয়সা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে