ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রে আনা হলো মাদুরোকে? যা জানা যাচ্ছে

২০২৬ জানুয়ারি ০৪ ০৯:০৩:৫৫
যুক্তরাষ্ট্রে আনা হলো মাদুরোকে? যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট বিমানঘাঁটিতে একটি বিমান অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে সদ্য আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো উপস্থিত রয়েছেন।

উড়োজাহাজটির দরজার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা গেছে। এতে করে মাদুরোর উপস্থিতি নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে। একই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার রাজধানী কারাকাসের একটি সুরক্ষিত স্থাপনা থেকে আটক করা হয়েছে। পরে তাঁদের যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়া শুরু হয়।

মাদুরোর বর্তমান অবস্থা ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে