ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

কলকাতায় মুস্তাফিজের খেলা নিয়ে যে সিদ্ধান্ত জানাল বিসিসিআই

২০২৬ জানুয়ারি ০৩ ১৪:৫২:০৭
কলকাতায় মুস্তাফিজের খেলা নিয়ে যে সিদ্ধান্ত জানাল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: গত কয়েকদিন ধরে মুস্তাফিজুর রহমানের আইপিএল ভাগ্য নিয়ে যে অনিশ্চয়তা দানা বেঁধেছিল, অবশেষে তার এক হতাশাজনক সমাপ্তি ঘটল। ভারতের রাজনৈতিক মহলের তীব্র চাপ ও উত্তেজনার মুখে বিসিসিআই (BCCI) কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে স্কোয়াড থেকে মুক্তি দিতে। ফলে ৯.২ কোটি রুপির বিশাল মূল্যে দল পেলেও এবার আর মাঠে নামা হচ্ছে না এই টাইগার পেসারের।

বিসিসিআইয়ের সিদ্ধান্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড শুরুতে ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

শাহরুখ খানকে আক্রমণ ও তীব্র বিতর্কমোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানকে নজিরবিহীন আক্রমণের শিকার হতে হয়েছে। বিজেপির প্রভাবশালী নেতা সঙ্গীত সোম শাহরুখকে ‘দেশদ্রোহী’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে চরম হুঁশিয়ারি দেন। এমনকি তিনি এমন ঘোষণা দেন যে, মোস্তাফিজকে কোনোভাবেই খেলতে দেওয়া হবে না এবং তাঁকে বিমানবন্দর থেকেই বের হতে দেওয়া হবে না। অন্যদিকে, কংগ্রেস বিষয়টিকে ভারতের বহুত্ববাদের ওপর আঘাত হিসেবে বর্ণনা করে এর প্রতিবাদ জানিয়েছে।

আইপিএল ক্যারিয়ারে বড় ছেদ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক আসরেই শিরোপা জিতেছিলেন মোস্তাফিজ। এরপর একে একে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। এবার ষষ্ঠ দল হিসেবে কলকাতার হয়ে খেলার কথা ছিল তাঁর। যদিও বিসিসিআইয়ের একজন কর্মকর্তা আগে জানিয়েছিলেন যে বাংলাদেশ ‘শত্রু দেশ’ নয় এবং মোস্তাফিজ খেলবেন, কিন্তু শেষ পর্যন্ত উগ্র রাজনৈতিক চাপের কাছে হার মানতে হলো ক্রিকেটীয় স্পিরিটকে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে