ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

এরই মধ্যে ঢাকা–১৮ দখলে নামলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৫ নভেম্বর ১৩ ১১:০৩:৪৯
এরই মধ্যে ঢাকা–১৮ দখলে নামলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়। ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে ফরম সংগ্রহ করছেন।

এরই ধারাবাহিকতায় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–১৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ফরমটি ক্রয় করেন।

ঢাকা–১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরার ছয়টি থানা) নিয়ে গঠিত।

এ আসনে বিএনপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অধ্যক্ষ আশরাফুল হক মনোনয়ন পেয়েছেন।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) ঢাকা–৯ আসনে নির্বাচনে অংশ নিতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলের অন্য শীর্ষ নেতারাও বিভিন্ন আসন থেকে ফরম নিয়েছেন—

আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক — নোয়াখালী–৬ (হাতিয়া)

হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক — কুমিল্লা–৪ (দেবীদ্বার)

সারজিস আলম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক — পঞ্চগড়–১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী)

আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক — ঢাকা–১৪ (ঢাকা উত্তর সিটি ও সাভারের একাংশ)

সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক — নরসিংদী–২ (সদরের একাংশ ও পলাশ)

সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্যসচিব — সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর)

জয়নাল আবেদীন শিশির — কুমিল্লা–১০ (নাঙ্গলকোট, লালমাই)

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে