ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

মহাসড়কে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ

২০২৫ নভেম্বর ১৩ ১১:০১:০৩
মহাসড়কে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–খুলনা ও বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন দলের নেতাকর্মীরা। ফলে ভোর থেকেই ওই দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গার সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ঢাল, তলোয়ার, রামদা, টেটা ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

এতে ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর–বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বলেন,“ভাঙ্গায় তিনটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে