ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

২০২৫ নভেম্বর ১১ ১৬:৩৯:৫৬
৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ছয় কর্মকর্তা—

শিমুল কুমার সাহা,

শফিকুল ইসলাম,

মো. নাজমুল হুদা,

মিজ আবিদা সুলতানা,

মো. মনজুর হোসেন, এবং

মো. খোরশেদ আলম চৌধুরী—কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

তারা এখন থেকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে—জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তার অধিক্ষেত্রে অন্যান্য সংস্থায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম সমন্বয় করবেন।ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা আদালত পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন।

তারা মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠাবেন।

সাম্প্রতিক সময়ে রেলওয়ে, পরিবহন ও বাজার তদারকিতে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়ানোয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে