ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

অনুমোদনহীন বিমা পরিকল্পনায় কঠোর আইডিআরএ

২০২৫ অক্টোবর ৩০ ২১:৫২:৫২
অনুমোদনহীন বিমা পরিকল্পনায় কঠোর আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: অনুমোদন ছাড়াই কোনো বিমা পরিকল্প বা পণ্য চালু বা বাজারজাত করা হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে— এমন হুঁশিয়ারি দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটি জানিয়েছে, বিমা আইন, ২০১০ অনুসারে সংশ্লিষ্ট কোম্পানি ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি নন-লাইফ বিমা খাতে ‘সার্কুলার নং-নন-লাইফ ১০৭/২০২৫’ জারি করে এ নির্দেশনা দিয়েছে আইডিআরএ। ‘বিমা পরিকল্প পরিচালনার ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলি’ শিরোনামে প্রকাশিত এই সার্কুলারে স্বাক্ষর করেছেন সংস্থার নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মনিরা বেগম।

নতুন সার্কুলারের মাধ্যমে নন-লাইফ বিমা পরিকল্প অনুমোদন ও পরিচালনায় কঠোর কড়াকড়ি আরোপ করেছে আইডিআরএ। নির্দেশনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে—

২০১০ পরবর্তী পরিকল্পে বাধ্যতামূলক অনুমোদন

সার্কুলারে বলা হয়েছে, ২০১০ সালের পর অনুমোদন ছাড়া চালু থাকা সব বিমা পরিকল্পের জন্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। তবে ২০১০ সালের আগে অনুমোদনহীনভাবে চালু থাকা পরিকল্পগুলোকে ‘ভূতাপেক্ষভাবে অনুমোদিত’ হিসেবে গণ্য করা হবে।

পাইলটিং পর্যায়ে কঠোরতা

বিমা পরিকল্পের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায়ের ক্ষেত্রে ২০২৩ সালের ২৭ আগস্ট জারি করা জিএডি সার্কুলার নং ১৫/২০২৩ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিআরএ স্পষ্টভাবে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারা অনুযায়ী কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, কোনো কর্মকর্তা বা ব্যক্তি দায়ী প্রমাণিত হলে আইনের ১৩৪ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর মাধ্যমে আইডিআরএ স্পষ্ট বার্তা দিয়েছে— বিমা আইনের বিধান লঙ্ঘনের দায় শুধু কোম্পানির নয়, বরং দায়ী ব্যক্তির ওপরও বর্তাবে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে