ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

শিক্ষা খাতে বড় পরিবর্তন আসছে!

২০২৫ অক্টোবর ৩০ ১৯:৩৯:১৮
শিক্ষা খাতে বড় পরিবর্তন আসছে!

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর যেসব শিক্ষক নিয়মিত ক্লাস না নিয়ে অন্য কাজে যুক্ত আছেন, তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। গত সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ড. আবরার বলেন,“অনেক শিক্ষক আছেন যারা ক্লাস না নিয়ে অন্য কাজে ব্যস্ত থাকেন। সরকার এমপিও কার্যক্রমের আওতায় তাদের নিয়োগ দিয়েছে ও বেতন প্রদান করছে। তাই তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “আইনে শিক্ষকদের দায়বদ্ধতার বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। এবার আমরা আইনের মধ্যেই থেকে বড় পরিসরে দায়বদ্ধতা নিশ্চিত করব।”

শিক্ষা উপদেষ্টা জানান, যেসব বিশ্ববিদ্যালয় ও কলেজে পাসের হার শূন্য বা ১০ শতাংশের নিচে, তাদের ফলাফলের কারণ অনুসন্ধান করা হবে। একই সঙ্গে ভালো ফল ধরে রাখা প্রতিষ্ঠানগুলোকেও ডাকা হবে— যাতে সফলতার পেছনের কারণগুলো জানা ও প্রয়োগ করা যায়।

তিনি বলেন,“সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহি বাড়ালে ফলাফল উন্নত করা সম্ভব—এর স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু অনেক প্রতিষ্ঠান যথাযথ যাচাই ছাড়াই এমপিওভুক্ত হয়েছে, ফলে সেগুলো নানা সমস্যায় জর্জরিত। নন-পারফর্মিং প্রতিষ্ঠানগুলো একীভূত (merge) করা যায় কি না, সেটিও বিবেচনায় আছে।”

ড. আবরার আরও জানান, যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হয় ১০০-১৫০ জন, কিন্তু পরীক্ষায় অংশ নেয় মাত্র ১০-১২ জন, অথচ সেখানে ১৫-২০ জন শিক্ষক বেতন পান, সরকার এমন অপচয় রোধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে