ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

১০ টাকায় ইলিশের পর এবার ১ টাকায় গরুর মাংস

২০২৫ অক্টোবর ৩০ ১৯:৩৪:২০
১০ টাকায় ইলিশের পর এবার ১ টাকায় গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক: ১০ টাকায় ইলিশ বিক্রির ঘোষণায় আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার নতুন উদ্যোগে আলোচনায়। তিনি মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ করেছেন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক পরিবারের হাতে এই মাংস পৌঁছে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান জামিল নিজ হাতে মাংস বিতরণ করেন এবং এই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

রায়হান জামিল বলেন,“মানুষের সুখ–দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির উদ্দেশ্য। যারা সামর্থ্যের অভাবে ঈদ বা বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন।”

তার এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করেছেন, জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক উদাহরণ।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রির ঘোষণায় রায়হান জামিল ব্যাপক আলোচনায় আসেন। তবে পর্যাপ্ত মাছ না থাকায় সেদিন জনতার ভিড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তিনি স্বেচ্ছাসেবকদের দায়িত্বে রেখে স্থান ত্যাগ করেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে