ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

আরএকে সিরামিকসের তৃতীয় ইউনিট সাময়িক বন্ধ

২০২৫ অক্টোবর ০৭ ২৩:১২:৩৬
আরএকে সিরামিকসের তৃতীয় ইউনিট সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের তৃতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য নেওয়া পদক্ষেপ।

কোম্পানিটি মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠানো একটি মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘টাইলস প্রোডাকশন লাইন-৩’ ৮ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

তবে এ সময়ে কোম্পানির অন্যান্য তিনটি ইউনিট—প্রোডাকশন লাইন-১, লাইন-২ এবং লাইন-৪—এ উৎপাদন স্বাভাবিকভাবে চলবে। অর্থাৎ, কোম্পানির সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় বড় কোনো ব্যাঘাত ঘটবে না।

আরএকে সিরামিকস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর তৃতীয় ইউনিটের উৎপাদন পুনরায় শুরু করা হবে। কর্মকর্তারা আশা করছেন, নতুন বছরে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করে তারা আগের গতিশীলতা ফিরে পাবে।

উল্লেখ্য, বাংলাদেশে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় অবস্থানে থাকা এই বহুজাতিক কোম্পানিটি সাম্প্রতিক সময়ে কিছু ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ২০২৪ অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো কোম্পানিটি ২ কোটি ৭৩ লাখ টাকা নিট লোকসান দেখেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সাময়িকভাবে এই ইউনিট বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদন দক্ষতা ও মান উন্নত হবে। ফলে ভবিষ্যৎ আর্থিক ফলাফলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে