ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

স্বল্পমেয়াদি সরকারেই ডুবছে দেশের অর্থনীতি!

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:৫২:২৯
স্বল্পমেয়াদি সরকারেই ডুবছে দেশের অর্থনীতি!

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অনিশ্চয়তা ও দুর্বল শাসন ব্যবস্থার কারণে অর্থনীতি গভীর সংকটে পড়ছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য ড. ফাহমিদা খাতুন।

শনিবার এফডিসিতে ‘ব্যাংক একীভূতকরণ ও ব্যাংকিং খাতের শৃঙ্খলা’ শীর্ষক ছায়া সংসদে তিনি বলেন,“অর্থনীতি ও রাজনীতি পরস্পর নির্ভরশীল। স্বল্পমেয়াদি সরকার দীর্ঘায়িত হলে বিনিয়োগ ও কর্মসংস্থানে ধস নামে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে সংকট আরও বাড়বে।”

তিনি আরও বলেন,“গত এক দশকে রাজনৈতিক বিবেচনায় অতিরিক্ত ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে, যা পৃথিবীর কোথাও দেখা যায় না। দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ জটিল ও ঝুঁকিপূর্ণ, এতে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে।”

ড. ফাহমিদা ব্যাংক হিসাব জব্দ নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন, বলেন,“অপরাধ প্রমাণ না হলে ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করা ঠিক নয়। এতে ব্যবসা, দারিদ্র ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।”

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন,“আওয়ামী আমলে কিছু ব্যাংক কর্মকর্তা আর্থিক খাতের মাফিয়াদের অনৈতিক সুবিধা দিয়েছেন। ইসলামী ব্যাংকসহ ভালো ব্যাংকগুলো লুণ্ঠিত হয়েছে। জনগণের আমানতের টাকা বিদেশে পাচার হয়েছে।”

তিনি বলেন,“বর্তমানে ৬–৭ লাখ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না। যেসব সম্পত্তি বন্ধক রাখা হয়েছে, সেগুলো নিলামে বিক্রি করাও সম্ভব হচ্ছে না, কারণ অনেকটাই প্রভাবশালীদের দখলে।”

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা। তারা সাউথইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের হারায়।

বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাঈনুল আলম, আবুল বশির খান, মো. আলমগীর হোসেন ও রেফায়েত উল্লাহ মীরধা। বিজয়ীদের ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে