ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১২:০৯:০৮
২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দল মিলিতভাবে এই অবরোধের ঘোষণা দেয়।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন, “নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্বিন্যাসের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আলগী ও হামিরদী ইউনিয়নগুলোকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত মানতে পারছি না এবং এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজপথে অবস্থান করছি।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলনের ফলে দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবুও নির্বাচন কমিশন থেকে আমাদের দাবির বিষয়ে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।”

সিদ্দিক মিয়া বলেন, “আমরা স্পষ্ট জানাতে চাই, এই অঞ্চলের মানুষ তাদের ভূখণ্ড ভাঙ্গা উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র মেনে নেবে না। আলগী ও হামিরদী ইউনিয়নের সীমানা ভাঙ্গা উপজেলা থেকে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাই, মানুষের দাবির যৌক্তিকতা বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।”

তিনি আরও উল্লেখ করেন, “ভৌগোলিক দিক থেকে নগরকান্দা ও সালথা উপজেলা ভাঙ্গা উপজেলা থেকে অনেক দূরে। ফরিদপুর-২ আসনের সঙ্গে আলগী ও হামিরদীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা যোগাযোগের কোনো সংযোগ নেই। নির্বাচন কমিশন কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে, যা আমাদের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।”

অবরোধ কর্মসূচি সম্পর্কে তিনি জানান, “রোববার থেকে তিন দিন ধরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। অবরোধ স্থলগুলো হচ্ছে — ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড, চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ড, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল গেট, হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড, হামিরদী বাসস্ট্যান্ড, পুখুরিয়া বাসস্ট্যান্ড ও পুখুরিয়া রেল ক্রসিং।”

তিনি যোগ করেন, “তিন দিনের অবরোধ শেষে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি পেশ করা হবে এবং পরে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে