ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকার নিয়ে বিস্ফোরক অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১১:৫১:০১
অন্তর্বর্তী সরকার নিয়ে বিস্ফোরক অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যদি অন্তর্বর্তী সরকার একটি প্রহসনের নির্বাচন দিয়ে দেশ থেকে পালাতে চায়, তাহলে ছাত্র-জনতা তা কোনোভাবেই ক্ষমা করবে না।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে আয়োজিত ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন,“আমরা শুনতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিদেশে ভিসা এবং ম্যানপাওয়ার লাইসেন্স বণ্টনের মতো দুর্নীতিতে জড়িত। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের সঙ্গে প্রতারণা করছে। আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে।”

তিনি অভিযোগ করেন, এসব উপদেষ্টা ভাগবাটোয়ারা করে বিদেশে লোক পাঠানোর লাইসেন্স দিচ্ছেন, অথচ তাদের আনার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করা।

বক্তব্যে তিনি ছাত্রনেতা আবু সাঈদের গুলি করে হত্যার প্রসঙ্গ টেনে উপদেষ্টাদের হুঁশিয়ার করে বলেন:“আপনারা দেখেছেন কীভাবে পাখির মতো গুলি করে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, ‘একটারে গুলি করি, আরেকটা সামনে আসে’। এর মানে জনগণের ভয় নেই। আমরা এখনো বেঁচে আছি।”

নির্বাচন কমিশন ও সরকারকে উদ্দেশ করে তিনি বলেন,“ফেব্রুয়ারিতে যেই নির্বাচনই হোক না কেন, তার আগে খেলার নিয়ম বদলাতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাদের সংস্কার প্রস্তাব নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ গঠন নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন,“নির্বাচনের সময়কাল নিয়ে আমাদের আপত্তি নেই—আগামীকাল হোক বা ফেব্রুয়ারিতে হোক, কিন্তু সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে