ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচন শেষে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন ভিপি সাদিক

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১১:১৪:৩৮
নির্বাচন শেষে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন ভিপি সাদিক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

সভায় ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি বলেন,“ডাকসুতে আমরা কেউ এককভাবে জয়ী হইনি। ডাকসু হয়েছে মানেই আমরা সবাই জিতেছি, পুরো জুলাই জিতেছে।”

তিনি আরও বলেন,“নির্বাচনের আগে যেমন ডোর টু ডোর গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, এখনো সেই ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা নিয়মিত শিক্ষার্থীদের কাছে যাব, তাদের কথা শুনবো।”

এ সময় ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন,“যে যেই মতাদর্শেরই হোক না কেন, আমরা সব শিক্ষার্থীর প্রতিনিধি। তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, শিগগিরই সব সদস্যদের অংশগ্রহণে এক বছরের জন্য একটি নির্বাহী পরিকল্পনা তৈরি করা হবে। একই সঙ্গে সিনেট ভবনে সিন্ডিকেট সদস্য হিসেবে পাঁচজন প্রতিনিধি পাঠানোর প্রস্তুতি চলছে।

পরিশেষে তিনি জানান, ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন—সেই বিষয়েও আলোচনা করা হবে এবং চূড়ান্ত কার্যনির্বাহী পরিষদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে