ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাকসু নির্বাচনে এই ‘হিজাব’ স্লোগানের নায়িকা মেঘলার পরিচয় 

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১১:১০:৫৫
জাকসু নির্বাচনে এই ‘হিজাব’ স্লোগানের নায়িকা মেঘলার পরিচয় 

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে এজিএস (নারী) পদে জয় পেয়েছেন আয়েশা সিদ্দীকা মেঘলা। তিনি ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী ছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। মেঘলার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেট ভবনজুড়ে ‘হিজাব’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মেঘলা পেয়েছেন মোট ৩,৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী মালিহা নামলাহ পেয়েছেন ১,৮৩৬ ভোট, এবং ছাত্রদল-সমর্থিত আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন ৭৬৪ ভোট।

এই ব্যবধান স্পষ্ট করে দেয় যে শিক্ষার্থীরা মেঘলার নেতৃত্বের প্রতি যথেষ্ট আস্থা রেখেছেন।

ঢাকার মিরপুরের স্থায়ী বাসিন্দা আয়েশা সিদ্দীকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী (ব্যাচ-৪৮)। তিনি ফজিলতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী।

শুধু একজন প্রার্থী হিসেবেই নয়, ক্যাম্পাসে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন—

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি হিসেবে

জাবির ধর্ষণবিরোধী মঞ্চের সক্রিয় সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এবারের জাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী জোট (ইসলামী ছাত্রশিবির–সমর্থিত) প্যানেল সর্বাধিক পদে জয় লাভ করেছে। তারা সাধারণ সম্পাদক (জিএস), দুই যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস), এবং মোট ২০টি পদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অন্যদিকে, সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল। এছাড়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা ২টি পদে, এবং আরও ২টি পদে জয় পেয়েছেন অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা।

গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। প্রায় ৪৪ ঘণ্টা পর, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার পর নির্বাচনের ফলাফল ঘিরে ক্যাম্পাসে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ফলাফল ঘোষণার পরপরই ‘হিজাব’ স্লোগানে মুখর হয়ে ওঠা সিনেট ভবন ছিল একটি উল্লেখযোগ্য দৃশ্য। অনেকে বলছেন, এই স্লোগান কেবল পোশাকের নয়, বরং এটি এক প্রতীকী অবস্থান, আত্মপরিচয় ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন।

মেঘলার বিজয়, বিশেষ করে এমন একটি পরিচয়ের মাধ্যমে, বর্তমান প্রজন্মের মধ্যে বহুমাত্রিক বিশ্বাস ও আত্মবিশ্বাসের অবস্থানকে দৃঢ়তর করে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে