ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংক কর্মকর্তাদের জন্য বন্ধ বোনাস ও ডিভিডেন্ড: গভর্নর

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৮:৪১:৪৬
ব্যাংক কর্মকর্তাদের জন্য বন্ধ বোনাস ও ডিভিডেন্ড: গভর্নর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাফ জানিয়ে দিয়েছেন—যেসব ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে গেছে এবং যারা প্রভিশন লসে রয়েছে, তারা কোনোভাবেই ডিভিডেন্ড বা কর্মকর্তাদের বোনাস দিতে পারবে না।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ (NRB) আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন,“তিন মাসের ঋণ অনাদায়ী থাকলে তা নন-পারফর্মিং লোন হিসেবে গণ্য করা হবে। যদি ব্যাংকগুলো প্রভিশন লস করে, তাহলে কর্মকর্তারা কোনো বোনাস পাবেন না।”

তিনি আরও জানান, বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে। রেমিট্যান্স প্রবাহ ২১% বেড়েছে, রপ্তানি খাতেও উন্নতি হয়েছে। ব্যালেন্স অব পেমেন্টে এখন উদ্বৃত্ত রয়েছে।

আহসান এইচ মনসুর বলেন,“হুন্ডি ও কমিশন বাণিজ্য কমেছে। আগে প্রবাসী আয় থেকে প্রায় ৩০% লিকেজ হতো। এখন সুশাসনের কারণে রিজার্ভও বাড়ছে।”

তিনি আরও জানান,গত এক মাসে বাংলাদেশ ব্যাংক এক বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কিনেছে, কিন্তু বাজারে ডলারের দাম বাড়েনি। তবে তিনি স্বীকার করেন, ডলার সংকট নেই—কিন্তু টাকার সংকট এখনো রয়ে গেছে।

মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন গভর্নর। তার মতে,“আগস্টে চালের দাম বাড়ায় কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে। তবে আমাদের লক্ষ্য এটিকে ৫ শতাংশের নিচে নামানো।”

সবশেষে তিনি বলেন,“জুন মাসের খেলাপি ঋণ রিপোর্টে ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সরকার আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু করবে।”

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে