ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

ফখরুল-তারেককে সরাসরি ট্যাগ করে যা বললেন সারজিস আলম

২০২৫ জুলাই ০৩ ১৩:০৭:০০
ফখরুল-তারেককে সরাসরি ট্যাগ করে যা বললেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সরাসরি জড়িত থাকার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন অভিযোগ করেন।

সারজিস জানান, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে দেশজুড়ে পাঠানো গাড়িগুলো থেকে নিয়মিতভাবে প্রতিটি যানবাহন থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এভাবে প্রতিদিন লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,"আজ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই চাঁদাবাজকে ধরে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু পরবর্তীতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী থানায় হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।"

স্ট্যাটাসে সারজিস আরও জানান, জেলা পুলিশ সুপার কাছের হাতীবান্ধা থানায় অতিরিক্ত ফোর্স চাইলেও সেখানেও বিএনপি নেতাকর্মীরা থানা অবরুদ্ধ করে রাখে। প্রশাসনের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সারজিস তার স্ট্যাটাসে লিখেছেন,"যদি বিএনপির নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজদের রক্ষা করে, তাহলে দেশ সংস্কার হবে কীভাবে? আগে নিজের দলের মাঠ পর্যায়ের নেতাদের নিয়ন্ত্রণ করতে হবে।"

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন,"দফা নয়, অ্যাকশন চাই—নিজেদের দলের অপরাধীদের বিরুদ্ধেও। প্রশাসন ও পুলিশকে সহযোগিতা না করে যদি উল্টো জিম্মি করা হয়, তাহলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে