ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

‘নিজেকে কখনো ক্ষমা করতে পারব না’

২০২৫ জুলাই ০২ ১২:৩১:৩৬
‘নিজেকে কখনো ক্ষমা করতে পারব না’

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাটে চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার (২ জুলাই) উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক বিশ্বাস নাজমুল হাসান (২৫) উপজেলার বালিডাঙ্গা গ্রামের বিশ্বাস আ. হকের ছেলে।পুলিশ জানায়, আজ বুধবার (২ জুলাই) সকালে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ওসি আবদুর রাজজাক মীর ও এসআই আ. রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা বিশ্বাস আ. হক জানান, আজ বুধবার ভোরে তার ছেলেকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।নাজমুল বেশ কিছুদিন ধরে চিন্তায় বিষন্নতায় ভুগছিলেন। তিনি এ বিষয়ে ছেলের কাছে জানতে চাইলে তিনি কিছু বলেননি।

মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আব্বা-আম্মা, হাজেলা আপা, জিয়া ভাই, জিনিয়া তারকরিমসহ সবাই আমাকে মাফ করে দিও, সবাই ভালো থেকো, আমার মৃত্যুর জন্য কেহ দায়ী না। হিংসা-অহংকার মানুষকে শেষ করে দেয়।আমি ততটা মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারছি না, তাই এই পথ বেছে নিলাম। নিজেকে নিজেই বিরক্ত লাগছে, কিছু মানুষ আমার কাছে টাকা পাবে, দিয়ে দিও। আর আমার আব্বা হলো- পরিবারের রাজা, কিন্তু আমি যা করেছি তার জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। তাই এই পথ বেছে নিলাম। সবার অপ্রিয় বিশ্বাস নাজমুল।’ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, ‘ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পাশে যে চিরকুট লেখা পাওয়া গেছে তা ওই যুবকের লেখা কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।’

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে