ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে জানা গেলো কনার সংসার ভাঙার কারণ 

২০২৫ জুন ২৬ ১৩:৪০:৪৮
অবশেষে জানা গেলো কনার সংসার ভাঙার কারণ 

নিজস্ব প্রতিবেদক: দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও ব্যবসায়ী গোলাম মো. ইফতেখারের বিবাহিত জীবনের ইতি ঘটেছে। দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল তাদের বিয়ে হলেও, চলতি বছরের মাঝামাঝিতে এসে সেই সম্পর্ক ভেঙে গেছে।

সূত্র জানায়, কনার ব্যক্তিগত জীবনে নতুন সম্পর্ক গড়ে উঠেছে গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)-এর সঙ্গে। শুভ্র নিয়মিত কনার মিউজিক পারফরম্যান্সে গিটার বাজান। গানের জগতে এই সম্পর্ক এখন আর গোপন নয়।

খবর অনুযায়ী, এই সম্পর্কের কারণে কনার দাম্পত্যে টানাপোড়েন শুরু হয় এবং একপর্যায়ে তিনি স্বামীকে ছেড়ে দেন। অপরদিকে, শুভ্র নিজেও একজন বিবাহিত এবং তার সংসারে রয়েছে একটি কন্যা সন্তান। তিনিও বর্তমানে স্ত্রী শেখ জাবিন নাসের সঙ্গে আলাদা থাকছেন।

বিশ্বস্ত সূত্রের দাবি, কনা ও শুভ্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং এরই মধ্যে শুভ্র যুক্তরাষ্ট্রে চলে গেছেন। কনাও শিগগিরই তার কাছে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানা গেছে। একাধিকবার তাদের ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে।

বর্তমানে কনা ও শুভ্র—দুজনেই নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন বলে ঘনিষ্ঠরা জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে