ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশে ফিরে যে বাড়িতে উঠবেন তারেক রহমান

২০২৫ জুন ১৮ ০৯:৪৯:১০
দেশে ফিরে যে বাড়িতে উঠবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দেড় বিঘা জমির ওপর নির্মিত এই ডুপ্লেক্স বাড়িটির মালিক তার মা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালেদা জিয়ার কাছে দলিল হস্তান্তর করেছে।

এর আগে বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB) কোম্পানির ভাড়ায় ছিল। ছয় মাস আগে তারা বাড়িটি ছেড়ে দেওয়ার পর তা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে তারেক রহমানের বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বাড়িটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এবং এখন পুরোপুরি প্রস্তুত।

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার পরিবারকে রাজধানীর গুলশানে দেড় বিঘা জমির এই বাড়িটি সরকারি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি গুলশান-২ এর ফিরোজা ভবনের পাশেই, যেখানে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বসবাস করছেন। অতীতে খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাস এলাকায় আরেকটি বাড়িও বরাদ্দ দেওয়া হয়েছিল, যা ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করে নেয়।

সরেজমিনে দেখা গেছে, সাদা রঙের এই দোতলা বাড়িটি ছায়াঘেরা ও পরিপাটি। বাড়ির অভ্যন্তরেও নান্দনিক সাজসজ্জার ছাপ রয়েছে। গত কয়েক মাস ধরে এই সংস্কার ও সাজসজ্জার কাজ চলেছে। জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সম্প্রতি লন্ডনে ফেরার আগে বাড়িটি ঘুরে দেখেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশের আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হলে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি। ওয়ান-ইলেভেনের সময় ২০০৭ সালের ৭ মার্চ গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি এবং সেখান থেকেই বিএনপির কার্যক্রম পরিচালনা করে আসছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। সে থেকে দলীয় নেতৃত্ব তিনি প্রবাস থেকেই চালিয়ে যাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে