ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

হাটে প্রতারিত বৃদ্ধের জীবনে অপু বিশ্বাসের মমতার ছোঁয়া

২০২৫ জুন ১১ ১৮:২৫:০০
হাটে প্রতারিত বৃদ্ধের জীবনে অপু বিশ্বাসের মমতার ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধ পশুর হাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তার হাতে ধরা টাকা তখনো উড়ছিল বাতাসে—কিন্তু দুঃখজনকভাবে, সেগুলো ছিল জাল।

নাটোরের সিংড়া উপজেলার রইস উদ্দিন নামের ওই বৃদ্ধ গরু বিক্রি করতে গিয়েছিলেন রাজধানীর দিয়াবাড়ি কোরবানির হাটে। বহু যত্নে লালন-পালন করা গরুটি বিক্রি হয় ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু গরু হস্তান্তরের পর রইস উদ্দিন বুঝতে পারেন, যে টাকাগুলো পেয়েছেন, তা সবই জাল। মুহূর্তেই প্রতারণার শিকার হয়ে তিনি হাটেই কান্নায় ভেঙে পড়েন।

এই মর্মান্তিক দৃশ্য ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নাড়া দেয় হাজারো মানুষের হৃদয়কে। কেউ অর্থ সহায়তায় এগিয়ে আসেন, কেউবা শেয়ার করেন সহমর্মিতার বার্তা।এই মানবিক স্রোতে এগিয়ে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর মাধ্যমে রইস উদ্দিনের ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যেই গরুর বিক্রির সমপরিমাণ অর্থ দান ও সহযোগিতার মাধ্যমে ফেরত পেয়েছেন তিনি।তবে বিষয়টি এখানেই শেষ হয়নি।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, রইস উদ্দিনের বহুদিনের ইচ্ছা ওমরাহ হজ পালন করা। বিষয়টি জানার পর অপু বিশ্বাস সিদ্ধান্ত নেন—রইস উদ্দিনের ওমরাহর সমস্ত খরচ তিনি নিজেই বহন করবেন।

অপু বিশ্বাস বলেন,“ফেসবুকে ভিডিওটি দেখে খুব কষ্ট পেয়েছি। চাচা তো আমার বাবার বয়সী। আমি যদি সত্যিই তার মেয়ে হতাম, তাহলে নিশ্চয়ই এমন কিছুই করতাম। তাঁর এই ইচ্ছা পূরণ করতে পারা আমার জন্য এক ধরনের সৌভাগ্য। আমি চাই, তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও জানান, যদি রইস উদ্দিন এখনই ওমরাহে যেতে না চান, তবে তার হাতে ৫০ হাজার টাকা তুলে দেবেন, যাতে তিনি আবার গরু কিনতে পারেন বা নিজের প্রয়োজন মেটাতে পারেন।

এই ঘটনাটি কেবল একটি প্রতারণার গল্প নয়, বরং সহানুভূতি, মানবতা এবং সৎ মনোভাবের এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে