ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

নিষিদ্ধ আ.লীগের সব অনলাইন অ্যাকাউন্ট বন্ধের পথে

২০২৫ মে ১৪ ১৩:৪৪:৪৮
নিষিদ্ধ আ.লীগের সব অনলাইন অ্যাকাউন্ট বন্ধের পথে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার সম্প্রতি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপর, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মাধ্যমে ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স (সাবেক টুইটার) ও টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ ও অ্যাকাউন্টগুলো বন্ধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে ।

এদিকে, ফেসবুক কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসে ১৪৮টি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করেছে, যেগুলোর সঙ্গে আওয়ামী লীগ ও তার গবেষণা সেল সিআরআই-এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে মেটা। এই অ্যাকাউন্টগুলো ভুয়া পরিচয়ে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে বন্ধ করা হয়েছে ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ তাদের অভিযোগ আমলে না নিলে, বাংলাদেশে এসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে ।

এছাড়া, বিটিআরসি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কাছে কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত সহিংসতার ভিডিও অপসারণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে ।

এই পরিস্থিতিতে, সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা দেশের ডিজিটাল সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে