ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু

২০২৫ মে ১৪ ১২:৪৫:৪৫
‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আজ, ১৪ মে, ২০২৫, বেলা সাড়ে ১১টার দিকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছেন। এই পদযাত্রার মাধ্যমে তারা তিনটি দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান: (১) ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর করা, (২) প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করে অনুমোদন করা, এবং (৩) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ও ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’। তারা দাবি করেন, গত ১৩ মে ইউজিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের দাবির বিষয়ে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। এরপর ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে এই লং মার্চের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, আবাসন সংকট দীর্ঘদিনের সমস্যা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের প্রস্তাবিত কাটছাঁট তাদের শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলবে। তাছাড়া, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন না হওয়ায় তাদের ভবিষ্যৎ শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে এই কর্মসূচি পালন করছেন এবং সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে