ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

গ্রাহকদের বড় সুখবর দিল সোনালী ব্যাংক

২০২৫ মে ১৪ ১২:০৪:৫৮
গ্রাহকদের বড় সুখবর দিল সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল লেনদেনকে আরও নির্ভরযোগ্য, নিরাপদ এবং দ্রুতগতি সম্পন্ন করতে এবার নিজস্ব পেমেন্ট সুইচ চালু করেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। এ উদ্যোগের ফলে ব্যাংকটির গ্রাহকরা এখন থেকে ডেবিট, ক্রেডিট, প্রিপেইড ও ভার্চুয়াল কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারবেন সম্পূর্ণভাবে সোনালী ব্যাংকের নিজস্ব প্রযুক্তি ব্যবস্থাপনার মাধ্যমে—যাতে কোনো তৃতীয় পক্ষের উপর নির্ভর করতে হবে না। এর ফলে গ্রাহকদের লেনদেন সংক্রান্ত তথ্য আরও সুরক্ষিত থাকবে, লেনদেনের গতি ও নিরবচ্ছিন্নতা বাড়বে এবং ব্যাংক নিজেই দ্রুততম সময়ে কার্ড ইস্যু ও প্রসেসিং করতে পারবে।

সোনালী ব্যাংক জানায়, এই নতুন পেমেন্ট সুইচ চালুর ফলে গ্রাহকসেবায় যেমন গুণগত পরিবর্তন আসবে, তেমনি ব্যাংকের খরচও অনেকটা কমে যাবে। বিশেষ করে কার্ড সংক্রান্ত যেকোনো সমস্যা, বিলম্ব বা তথ্য সুরক্ষা নিয়ে যে উদ্বেগ ছিল, তা অনেকাংশেই দূর হবে। একইসঙ্গে ব্যাংকটি সারা দেশে আরও ১৫৫টি নতুন এটিএম বুথ স্থাপনের কাজ শুরু করেছে, যাতে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যায় এবং গ্রাহকদের নগদ উত্তোলনের চাহিদা আরও সহজ হয়।

ডিজিটাল ব্যাংকিংয়ে আরও এগিয়ে যেতে সোনালী ব্যাংক ইতোমধ্যে বাংলা কিউআর কোড চালু করেছে, যা ২০২৩ সাল থেকেই কার্যকর রয়েছে। এই কিউআর কোডের মাধ্যমে সহজেই নগদবিহীন লেনদেন সম্ভব হচ্ছে, যা ক্যাশলেস ইকোনমির দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান বলেন, “নিজস্ব পেমেন্ট সুইচ চালু করার ফলে আমরা গ্রাহকদের জন্য আরও দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে পারবো। এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং গ্রাহকসেবার মানোন্নয়নের একটি মাইলফলক।” তিনি আরও জানান, সোনালী ব্যাংকের লক্ষ্য হলো ভবিষ্যতে গ্রাহকদের সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সুবিধা এক ছাদের নিচে নিয়ে আসা।

বর্তমান সময়ে গ্রাহকের নিরাপদ ডিজিটাল লেনদেন এবং স্বয়ংক্রিয় সেবার চাহিদা যেভাবে বাড়ছে, সেখানে সোনালী ব্যাংকের এ উদ্যোগ শুধু ব্যাংকটির জন্য নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতের সামগ্রিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে