ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

সার্কিট ব্রেকারে আটকে গেল তিন কোম্পানির লেনদেন

২০২৫ মে ১৪ ১১:৪০:০৭
সার্কিট ব্রেকারে আটকে গেল তিন কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক: লেনদেনের শুরুতে বড় ধরনের দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দিনের শুরুতে সূচক ১৫ পয়েন্টের বেশি পড়ে গেলেও এক ঘণ্টার মধ্যেই তা ২ পয়েন্ট বেড়ে ইতিবাচক অবস্থানে উঠে আসে।

সার্কিট ব্রেকারে হিট করে হল্টেড শেয়ার

প্রথম ঘণ্টার লেনদেনে তিনটি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে বিক্রেতাশূন্য হয়ে পড়ে। ফলে এসব শেয়ারের লেনদেন অস্থায়ীভাবে বন্ধ (হল্টেড) হয়ে যায়।

সার্কিট ব্রেকারে হিট করা কোম্পানিগুলো হলো: ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মাগুরা মাল্টিপ্লেক্স এবং সিটি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এই প্রতিষ্ঠানগুলোর দাম নির্ধারিত দিনের সর্বোচ্চ সীমা স্পর্শ করলে নিয়ম অনুযায়ী তা হল্টেড হয়ে যায়। এতে করে বাজারে ওই প্রতিষ্ঠানগুলোর আর কোনো বিক্রেতা দেখা যায়নি।

সূচকের গতি ও বাজার চিত্র

লেনদেনের শুরুতে বাজারে বিক্রির চাপ থাকায় সূচকে নেতিবাচক প্রভাব পড়ে। তবে কিছু বাছাইকৃত শেয়ারে ক্রয়চাপ বাড়তে থাকায় বাজার ঘুরে দাঁড়ায়।

প্রথম ঘণ্টার শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ইতিবাচক অবস্থানে যায়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৮৯ কোটি টাকা। দর বেড়েছে ১৩৯টি প্রতিষ্ঠানের, দর কমেছে ১৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০২টির।

বাজার বিশ্লেষকদের মতে, প্রাথমিক আতঙ্ক কাটিয়ে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখানোয় বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসতে পারে। তবে সার্বিকভাবে বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরতে সময় লাগতে পারে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে