ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্প

২০২৫ মে ১৩ ১১:০৫:৪৯
ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) মধ্যপ্রাচ্যের তিন দেশ—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত—সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এই সফরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করায় কূটনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

মার্কিন বিমানঘাঁটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ করে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন ট্রাম্প। সেখানে ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ অর্জনের আশাও করছেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হুতি বিদ্রোহী ও হামাসের সঙ্গে বন্দি বিনিময় এবং হামলা বন্ধ নিয়ে আলোচনায় ইসরায়েলকে সম্পূর্ণভাবে বাইরে রেখেছে ট্রাম্প প্রশাসন। রোববার, হামাসের হাতে আটক মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তির বিষয়েও ইসরায়েলের কোনো সম্পৃক্ততা ছিল না।

এছাড়া, ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা পরিকল্পনাও ট্রাম্প প্রশাসন থামিয়ে দিয়েছে, যা নিয়ে ইসরায়েল সরকার অসন্তুষ্ট। এসব ঘটনায় দুই দেশের ঐতিহ্যবাহী মিত্রতায় ফাটলের ইঙ্গিত দেখা যাচ্ছে।

মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। একাধিক ইস্যুতে মতপার্থক্যের কারণে সম্পর্কের অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, ওয়াশিংটন এখন ইসরায়েলকে অপেক্ষা না করেই মধ্যপ্রাচ্য নীতি বাস্তবায়নের দিকে ঝুঁকছে।

তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভেদের কথা অস্বীকার করা হয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, “ট্রাম্প ইসরায়েলকে উপেক্ষা করছেন না। বিশ্বে প্রায় ২০০টি দেশ আছে—সবখানে তিনি একসাথে যেতে পারেন না। অন্য যেকোনো নেতার চেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিই বেশি সময় কাটিয়েছেন।”

বর্তমানে গাজায় চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে ট্রাম্পের ইসরায়েল সফর এড়িয়ে যাওয়াকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, “এই মুহূর্তে ইসরায়েল সফর থেকে ইতিবাচক কিছু পাওয়া যাবে না।”

ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, “ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অবিশ্বাস অনেক আগে থেকেই জমা হচ্ছিল। এখন সেটাই প্রকট হয়ে উঠছে।”

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে