ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের আবারো সুখবর দিলো চীন

২০২৫ মে ০৪ ১৫:৫০:০৪
বাংলাদেশিদের আবারো সুখবর দিলো চীন

নিজস্ব প্রতিবেদক: চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ হয়েছে। ঢাকাস্থ চীনা দূতাবাস ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করেছে, যার আওতায় দ্রুত ও কম জটিলতায় চিকিৎসা ভিসা পাওয়া যাবে।

২০২৫ সালের ৪ মে (রোববার) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়।

নতুন ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না: চিকিৎসা ভিসার জন্য আগের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই।

ট্রাভেল এজেন্সি থেকেই প্রয়োজনীয় কাগজ: অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো এখন ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, যা আবেদনকারীর প্রক্রিয়া সহজ করবে।

অনলাইন আবেদন ও অগ্রাধিকার পর্যালোচনা: অনলাইনে ভিসা আবেদন জমা দেওয়ার পর তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

বিশেষ কাউন্টার চালু: ঢাকার বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের ভিসা আবেদন কেন্দ্রে চিকিৎসা ভিসার জন্য পৃথক কাউন্টার চালু করা হয়েছে, যেখানে দীর্ঘসময় অপেক্ষা ছাড়াই আবেদন করা যাবে।

জরুরি ক্ষেত্রে একই দিনে ভিসা: গুরুতর রোগীদের জন্য জরুরি ভিত্তিতে একই দিনে ভিসা ইস্যু করার ব্যবস্থাও রাখা হয়েছে।

সাক্ষাৎকারেও অগ্রাধিকার: যাদের সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। যারা শারীরিকভাবে উপস্থিত হতে পারবেন না, তারা ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকার দিতে পারবেন।

এছাড়া চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ যোগাযোগ চালু করেছে দূতাবাস। আবেদনকারীরা চাইলে সরাসরি বনানীর ভিসা সেন্টারে গিয়েও সেবা নিতে পারবেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে