ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার শেখ হাসিনার জন্য ২২ ধরনের সেবা বন্ধ

২০২৫ এপ্রিল ২২ ১৫:৪১:০৭
এবার শেখ হাসিনার জন্য ২২ ধরনের সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবরুদ্ধ (লক) করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে শেখ হাসিনা নাগরিকত্ব বা ভোটাধিকার হারালেও এনআইডি সম্পর্কিত ২২ ধরনের সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হবেন।

এনআইডি লক করা হয়েছে শেখ হাসিনা সহ তার পরিবারের ১০ সদস্যের, যার মধ্যে আছেন সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ অন্যান্যরা। এই সিদ্ধান্ত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এ এস এম হুমায়ুন কবীর (মহাপরিচালক) এর মৌখিক নির্দেশে কার্যকর করা হয়।

এনআইডি লক হলে, নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও, ব্যক্তিটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কোন সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন না। এসব সেবার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:

আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া,

শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা,

ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন,

ট্রেড লাইসেন্স করা,

পাসপোর্ট করা ও নবায়ন,

যানবাহন রেজিস্ট্রেশন,

চাকরির আবেদন,

বিমা স্কিমে অংশগ্রহণ,

বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন,

ব্যাংক হিসাব খোলা,

নির্বাচনে ভোটার শনাক্তকরণ,

বিক্রয়/ক্রয় স্থাবর সম্পত্তি,

গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ,

সরকারি ভাতা উত্তোলন,

টেলিফোন বা মোবাইল সংযোগ,

সরকারি ভর্তুকি ও সাহায্য,

ই-টিকেটিং,

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি,

অপরাধী শনাক্তকরণ,

বিজনেস আইডি নম্বর পাওয়া, এবং

সিকিউরড ওয়েব লগইন।

আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্রে প্রতারণা বা সংবিধানবিরোধী কাজ করলে সরকার তার নাগরিকত্ব বাতিল করতে পারে। এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ উঠেছে, যার মধ্যে বিশেষভাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ রয়েছে।

এছাড়া শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত-বাংলাদেশ বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে