ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

পলকের সোয়েটার নিয়ে যা বললো কারা কর্তৃপক্ষ

২০২৫ এপ্রিল ২২ ১৩:১৩:০৮
পলকের সোয়েটার নিয়ে যা বললো কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: জেলে জামা হারানোর অভিযোগ করেছিলেন, আর বিকেলেই মিলল সেই সোয়েটার! সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আদালতে দাঁড়িয়ে দাবি করেছিলেন, তার দুটি শীতের সোয়েটার কারাগারে ‘হারিয়ে গেছে’। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এসব জামা-কাপড় না থাকায় শীতে তার কষ্ট হবে।

তবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ জানায়, সোয়েটার হারায়নি, ছিল স্টোররুমেই।

কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন জানান,"পলকের জামাকাপড় একটি ব্যাগে ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় স্টোরে ফেরত রাখা হয়।"

সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে দেখা করতে গেলে, পলক নিরাপত্তারক্ষীর মাধ্যমে স্ত্রীর হাতে শীতের কাপড় পাঠাতে চেয়েছিলেন। কিন্তু ব্যাগটি ভুলবশত পড়ে থাকে। সাক্ষাৎ শেষে কারারক্ষীরা ব্যাগটি স্টোররুমে রেখে দেয়। এরপর আদালতে পলক অভিযোগ করেন—সোয়েটার হারিয়ে গেছে!

এ নিয়ে কারা কর্তৃপক্ষের মন্তব্য ছিল বেশ তীব্র। তত্ত্বাবধায়ক বলেন,"আলোচনায় থাকতে জুনাইদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ।"

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন দাবি করেন, তার মক্কেল ডিভিশন সুবিধা পাচ্ছেন না। কিন্তু কারা কর্তৃপক্ষ জানায়, পলক প্রথম শ্রেণির বন্দী হিসেবে জেল কোড অনুযায়ী সব সুবিধা পাচ্ছেন।

সোমবার পলকসহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আইনজীবী তুরিন আফরোজ—তাদের সবাইকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে