ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

আফগানিস্তানের ভূমিকম্পে কাঁপল দিল্লি 

২০২৫ এপ্রিল ১৬ ০৯:৫১:০৬
আফগানিস্তানের ভূমিকম্পে কাঁপল দিল্লি 

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪, যা উৎপত্তিস্থল থেকে ১২১ কিলোমিটার গভীরে ছিল। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭৫ কিলোমিটার।

ভূমিকম্পটি ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টা ৪৪ মিনিটে অনুভূত হয়। দিল্লি ও এনসিআর এলাকায় এ কম্পন স্পষ্টভাবে টের পাওয়া যায়। অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তারা ঘুমের মধ্যে ভূকম্পনের অনুভূতি পেয়েছেন এবং কেউ কেউ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আফগানিস্তান ও পার্শ্ববর্তী দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

একই দিনে, বুধবার সকালেই তাজিকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি পৃথক ভূমিকম্প আঘাত হানে। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি দেশটিতে তৃতীয় উল্লেখযোগ্য ভূমিকম্প। এছাড়া, কিরগিস্তান ও আফগানিস্তানের অন্যান্য অংশেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়াজুড়ে ভূমিকম্পের তীব্রতা সাম্প্রতিক সময়ে বেড়েছে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা। কয়েকদিন আগেই মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটে। গতকাল তিব্বত ও নেপালেও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে, যদিও সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল খুবই সামান্য।

এছাড়াও, আজই ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। উৎপত্তিস্থল ছিল জনবিরল পাহাড়ি অঞ্চলে, যেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে টেকটোনিক প্লেটের সক্রিয়তা বাড়ছে। যার ফলে পরবর্তী সময়ে আরও ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় অঞ্চলভিত্তিক প্রস্তুতির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে