ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

এসআইবিএলের নতুন এমডি হলেন শাফিউজ্জামান

২০২৫ মার্চ ২৭ ১৭:৪৯:৫৮
এসআইবিএলের নতুন এমডি হলেন শাফিউজ্জামান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমড) হিসেবে বৃহস্পতিবার (২৭ মার্চ) যোগদান করেছেন মো. শাফিউজ্জামান।

শাফিউজ্জামান এর আগে ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে তাঁর রয়েছে ৩১ বছরের বিস্তৃত অভিজ্ঞতা। তিনি ১৪ বছর ঢাকার বিভিন্ন শাখার প্রধান এবং ১০ বছর প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের নেতৃত্ব দিয়েছেন।

কর্মজীবনে ব্যাংকিং খাতের আধুনিকায়ন, সৃজনশীল সেবাপণ্য উদ্ভাবন এবং কার্যকর ব্যবস্থাপনায় তাঁর অবদান প্রশংসিত হয়েছে। দক্ষ নেতৃত্বের মাধ্যমে তিনি ব্যাংকিং সেক্টরে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।

শাফিউজ্জামান তাঁর পেশাগত জীবন শুরু করেন ১৯৯৪ সালে ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড) এক্সিকিউটিভ অফিসার হিসেবে। এরপর তিনি ওয়ান ব্যাংক পিএলসি-তে ১৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং মার্কেটিং, ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যাসেট ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিক অপারেশনের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত।

সোশ্যাল ইসলামী ব্যাংক আশাবাদী, শাফিউজ্জামানের দক্ষ নেতৃত্ব ব্যাংকের প্রবৃদ্ধি ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ইসলামী ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে