ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

যে কারণে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

২০২৫ মার্চ ২২ ১১:২১:১৬
যে কারণে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এপ্রিলে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে না। শুক্রবার স্থানীয় তিনটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্য ভারতকে নিয়মিত সমালোচনা করছেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটিয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব হচ্ছে না।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, "সম্মেলনে বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন। তখন হয়তো (ড. ইউনূস-মোদির মধ্যে) কথাবার্তা হতে পারে, কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না।" অন্য একটি সূত্রের মতে, "আনুষ্ঠানিক বৈঠক আয়োজন কঠিন মনে হচ্ছে, বিশেষ করে ঢাকা থেকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রতিদিনই ভারতের বিরুদ্ধে সমালোচনা আসছে।"

ব্যাংককে ২ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে বিমসটেক সম্মেলন, যেখানে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড অংশগ্রহণ করবে।

এ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নানা ইস্যুতে তলানিতে পৌঁছেছে। বিশেষ করে বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয় এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলতে দিল্লির সঙ্গে ঢাকা তিক্ত সম্পর্কের সম্মুখীন হয়েছে।

ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির সঙ্গে বৈঠক হলে ড. ইউনূস হাসিনা প্রসঙ্গসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে পারেন, যা মোদির সরাসরি সাক্ষাৎ না করার একটি কারণ হতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর