ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার রকেট হামলায় কাঁপল ইসরাইল

২০২৫ মার্চ ২০ ২২:০৫:২৮
এবার রকেট হামলায় কাঁপল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের নতুন হামলার ফলে শত শত মানুষের প্রাণহানী ঘটেছে এবং সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ওপর পাল্টা হামলা শুরু করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের পর মধ্য ইসরাইলে বিমান হামলার সতর্কতা সংকেত বেজে ওঠে। তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, কিছুক্ষণের মধ্যে গুশ দান ও হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর তারা দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে তিনটি রকেট শনাক্ত করেছে।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে’ তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।

ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্যান্য দুটি খোলা স্থানে পড়েছে। তবে ইসরাইলি পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়, মধ্য ইসরাইলে হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গোপনে এই হামলার কারণে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে