ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

সামনে এক বছরে তিন ঈদ, রমজান পুরো দুই মাস

২০২৫ মার্চ ১৯ ২২:২৯:৪৪
সামনে এক বছরে তিন ঈদ, রমজান পুরো দুই মাস

নিজস্ব প্রতিবেদক: সাধারণত বছরে দুটি ঈদ অনুষ্ঠিত হয়, যা সবাই জানে। প্রতি বছর রমজান মাসও আসে, যা চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিন হয়ে থাকে।

তবে এবার অবাক করা খবর হচ্ছে, সামনে এমন বছর আসছে যেখানে এক বছরে তিনটি ঈদ হবে এবং রমজান মাসও দুইবার হবে। অর্থাৎ মুসলমানদের জন্য বছরে পুরো দুই মাস রোজা রাখতে হবে।

এসব সম্ভাবনা রয়েছে ২০৩০ সালে, যেখানে রমজান মাস দুইবার আসবে এবং সেই বছরেই ঈদ হবে তিনবার। ২০৩১ এবং ২০৩২ সালেও একই ঘটনা ঘটবে। এর মধ্যে ২০৩৩ সালে মুসলিমদের আবারও দুই মাস রোজা রাখতে হতে পারে।

দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি বলেছেন, "২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ইংরেজি বর্ষপঞ্জি এবং চন্দ্র বছরের মাসগুলোর মধ্যে সামঞ্জস্যের হেরফেরের ফলে ঘটবে।"

তিনি আরও ব্যাখ্যা করেন, "ইংরেজি বছরের মাসগুলো ৩০ কিংবা ৩১ দিনে হয়, তবে চন্দ্র মাসের দৈর্ঘ্য ২৯ বা ৩০ দিন। এই পার্থক্যের কারণে প্রতি বছর ১১ দিন পার্থক্য হয়ে যায়, তাই ২০৩০ সালে মুসলিমরা দুবার রমজান মাস পাবে।"

২০৩০ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারে দেখা গেছে, প্রথম রমজান ৫ জানুয়ারি শুরু হবে এবং ৪ ফেব্রুয়ারি শেষ হবে। দ্বিতীয় রমজান মাস ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০৩১ সালে শেষ হবে। এতে করে এপ্রিল এবং মে মাসে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ বলেছেন, "২০৩০ সালে ১৪৫১ হিজরির রমজান মাস শুরু হবে ৫ জানুয়ারি, ৩০ দিন রোজা পালন করে তা ৩ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর সেই বছরের ২৬ ডিসেম্বর থেকে ১৪৫২ হিজরির রমজান শুরু হবে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।"

২০৩৩ সালেও ইসলামিক ক্যালেন্ডারে দেখা গেছে, দুইবার পূর্ণ রমজান মাস আসবে এবং সুতরাং সেবার মোট তিনটি ঈদ উদযাপন হবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে