ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

রাষ্ট্রীয়-বহুজাতিক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ ডিবিএ’র

২০২৫ মার্চ ১৮ ২১:৪০:৫৮
রাষ্ট্রীয়-বহুজাতিক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ ডিবিএ’র

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

স্টক ব্রোকারদের সংগঠনটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে এ চিঠি প্রেরণ করেছে।

মঙ্গলবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাণিজ্যিক ও অবকাঠামো খাতে আমাদের অসংখ্য লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। যদি এই সমস্ত সংস্থাগুলি বাজারে তালিকাভুক্ত হয় তবে বাজারে মানের স্টকগুলির ক্রমবর্ধমান সরবরাহ থাকবে যা চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য তৈরি করতে সহায়তা করবে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অনেক সুশাসিত, বড় বহুজাতিক কোম্পানি দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের মধ্যে কিছু শত বছরের, দেশের অবকাঠামোগত, আর্থিক ও মানবসম্পদকে একত্রিত করছে। আমরা সরকারকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে ন্যায্য মূল্যে বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলিতে থাকা তার অংশীদারিত্ব অফলোড করার জন্য অনুরোধ করছি।

চিঠিতে ডিবিএ প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, শেয়ারবাজারের বৃহৎ স্বার্থে প্রধান উপদেষ্টা আমাদের আবেদনটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এর বাস্তবায়নে কার্যকার পদক্ষেপ গ্রহণ করবেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে