ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএসইসিকে শক্তিশালী করতে চার সদস্যের কমিটি গঠন

২০২৫ মার্চ ১৮ ১৯:০২:৫৮
বিএসইসিকে শক্তিশালী করতে চার সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কে শক্তিশালী করার লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ কমিটি বিএসইসির কার্যক্রম এবং শেয়ারবাজারের স্থিতিশীলতা ও উন্নতির জন্য বিভিন্ন সুপারিশ করবে।

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সদস্য সচিব হিসেবে কাজ করবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ফারজানা লালারুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইন্স্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট ডিপার্টমেন্টের একজন অতিরিক্ত সচিবও কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন।

এই কমিটির উদ্দেশ্য হচ্ছে বিএসইসির কার্যক্রম শক্তিশালী করা, শেয়ারবাজারে মনিটরি বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ করা এবং বাজারকে স্থিতিশীল রাখা। তাছাড়া, শেয়ারবাজারে তারল্য তথা অর্থের প্রবাহ বাড়ানো, করপোরেট গভর্ন্যান্সের মান উন্নয়ন এবং নতুন কোম্পানির তালিকাভুক্তির উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য সুপারিশ করা হবে।

বিএসইসিতে সম্প্রতি ঘটে যাওয়া অশান্তির পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়। গত ৫ মার্চ বিএসইসির কিছু কর্মকর্তা-কর্মচারী এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেন, যার ফলে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের প্রায় চার ঘণ্টা ধরে অফিস ভবনে আটকে রাখা হয়। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই কমিটির গঠন বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে