ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ওমরাহ ভিসা নিয়ে ধর্ম উপদেষ্টার গুরুত্বপূর্ণ ঘোষণা

২০২৫ মার্চ ১৮ ১৫:৫৮:০৫
ওমরাহ ভিসা নিয়ে ধর্ম উপদেষ্টার গুরুত্বপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে নিশ্চিত করেছেন, এবং সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, যারা ওমরাহর জন্য বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, তাদের টাকা বাংলাদেশ বিমান ফেরত দেবে। আর যারা রমজান মাসে যেতে ইচ্ছুক কিন্তু ভিসা পাননি, তারা আগামী জুলাইতে যেতে পারবেন।

তিনি জানান, সৌদি দূতাবাস ভিসার ক্ষেত্রে কোনো অনিয়ম করছে না। ওমরাহ যাত্রীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সৌদি কর্তৃপক্ষ ভিসা নিয়ন্ত্রণ করছে।

এছাড়া, ধর্ম উপদেষ্টা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে করা মন্তব্যের বিষয়ে বলেন, "এটা যেমন বলা হয়েছে, সে মাত্রায় ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।" তিনি আরও বলেন, "মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং হিযবুত তাহরীরের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে