ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন যিনি

২০২৫ মার্চ ১০ ১৯:২৯:২৯
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন যিনি

নিজস্ব প্রতিবেদক : প্রতিমন্ত্রী পদমর্যাদায় ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এবার থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার (১০ মার্চ) এক প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে এই নিয়োগের ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রধান উপদেষ্টা সহায়তা করতে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া, বিশেষ সহকারী হিসেবে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে একযোগে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়া, তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিউইয়র্ক ও ব্যাংককে জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী ‘জার্নাল অব দ্য এশিয়া প্যাসিফিক ইকোনোমি’র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক (১৯৯৫-২০০৮) ছিলেন এবং বর্তমানে তার সম্পাদকীয় পরিষদের সহ-সম্পাদক হিসেবে যুক্ত আছেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে