ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে অস্থিরতা, কৃত্রিম উপায়ে সূচক-লেনদেন বৃদ্ধি

২০২৫ মার্চ ১০ ১৪:৩৭:৫৬
শেয়ারবাজারে অস্থিরতা, কৃত্রিম উপায়ে সূচক-লেনদেন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা চাপের মধ্যে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগ থেকে সরে এলেও গোটা বিএসইসি জুড়ে এখন আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। কমিশনের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ১৩ জনের জামিন মিলেছে। বাকি ৩ জনের জামিন হয়নি।

এদিকে, আজ সোমবার নিয়ন্ত্রক সংস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা সাড়াশি অভিযাগ চালিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নির্দেশনায় কমিশনে দুদক তাদের অভিযান জোরদার করেছে। যাতে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভয়-ভীতি কাজ করে এবং তারা চাপে থাকেন।

এদিকে, বাজারের কিছু স্টকহোল্ডার আগেরদিন বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে লোক দেখানো বৈঠকে মিলিত হয়েছেন। যারা আগেরদিনও বিএসইসির চেয়ারম্যান ও কমিশন সদস্যদের সমালোচনায় মুখরিত ছিলেন। তাদের ভাষায়, বর্তমান কমিশন শেয়ারবাজারে কোন অবদান রাখতে পারবে না।

সব মিলিয়ে দেশের শেয়ারবাজারে চলছে নানা ধরনের অস্থিরতা। একদিন প্রশাসনিক অস্থিরত, অন্যদিকে বিনিয়োগকারীদের ধারাবাহিক লোকসান ও ফোর্স সেল। আজ বাজারে যে লেনদেন ও সূচকের উত্থান হয়েছে, তাও কৃত্রিম বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বাজার ঘুরে দাঁড়িয়েছে, সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা ফিরেছে, এতেই বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ১৬.৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ৫.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার। শেয়ার লেনদেন বেড়েছে ১ কোটি ৩৯ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৭টির এবং পরিবর্তন হয়নি ৮৩টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৪১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টির, কমেছে ৯৩টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৭ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৩ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে