ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএসইসি চেয়ারম্যনের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবন ঘেরাও করবে বিনিয়োগকারীরা

২০২৫ মার্চ ০৫ ২২:৩৬:১৪
বিএসইসি চেয়ারম্যনের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবন ঘেরাও করবে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (০৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

এদিকে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সাথে সংহতি জানিয়ে বিএসইসি ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বিসিএমআইএ।

এর আগে, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা ৪ দফা দাবি জানিয়ে এসব দাবি না মানলে পদত্যাগের আন্দোলন শুরু করে। এক পর্যায়ের কমিশনের চতুর্থ ফ্লোরে চেয়্যারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করা হয়।

এই সময় দুপুর ১টা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে সর্বস্তরের কর্মকর্তারা বিক্ষোভে অংশগ্রহণ করেন। বিদ্যুৎ লাইন বন্ধ করে কমিশনে ব্লাক আউট করা হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা বিএসইসি ভবনে প্রবেশ করে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে।

বিএসইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বিতর্কিতভাবে বাধ্যতামূলক অবসর দিয়েছে রাশেদ মাকসুদ কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে তৈরী হয়েছে চরম ক্ষোভ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য খাতের সংস্কারের সঙ্গে শেয়ারবাজারের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আসেন খন্দকার রাশেদ মাকসুদ।

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই পতনের বৃত্তে আটকে থাকে শেয়ারবাজার। প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা বহু বার প্রতিবাদ সমাবেশ করেছে। রাশেদ কমিশনে আস্থা না পেয়ে তাঁর পদত্যাগের দাবিতে বিএসইসির কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিনিয়োগকারীরা। তবুও কোনো প্রতিকার ও সুফল পায়নি সাধারণ বিনিয়োগকারী। তারই ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি মতিঝিল পুরাতন ডিএসই ভবনের সামনে মহাসমাবেশ করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে