ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

বন্ধ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দাম, তদন্তের নির্দেশ বিএসইসি’র

২০২৫ মার্চ ০৪ ১৪:৫৩:৩৭
বন্ধ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দাম, তদন্তের নির্দেশ বিএসইসি’র

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ। অথচ কোম্পানিগুলোর শেয়ার দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ানোর পেছনে কোনো কারসাজি রয়েছে কিনা, তা তদন্ত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) -কে নির্দেশ দিয়েছে।

সম্প্রতি বিএসইসির সার্ভিল্যান্স বিভাগের উপ-পরিচালক মো. নানু ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু তালিকাভুক্ত কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি তাদের সিকিউরিটিজের উল্লেখযোগ্য সন্দেহজনক দাম ও লেনদেন বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রবিধান, ২০১৩ এর ১৬(৩)(সি)(ii) অনুসারে ডিএসই ট্রেডিং নিয়ম ও শৃঙ্খলা লঙ্ঘন তদন্তের ক্ষমতা রাখে। তাই ডিএসইকে ৩০ কর্মদিবসের মধ্যে সন্দেহজনক লেনদেন বা সিকিউরিটিজ আইন লঙ্ঘন সনাক্ত করার জন্য তদন্ত করতে এবং কমিশনকে ওই সিকিউরিটিজের লেনদেন সম্পর্কিত কোনো পর্যবেক্ষণ বা অনুসন্ধান জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে