ঢাকা, শনিবার, ২৯ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ২২:৩৮:৩৬
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে। পাশাপাশি শেয়ারবাজারে লেনদেনও বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকায়।

এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬.৯৩ পয়েন্ট এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪.৩৪ পয়েন্ট। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪.০৮ পয়েন্ট।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৫৭ লাখ টাকা।

চলতি সপ্তাহের প্রতি কর্মদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ০৬ লাখ টাকার। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে ১০.১৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের দাম।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে